বিনয়ী ভাব জ্ঞানী গুণীদের প্রকৃত স্বভাব।
চামার চন্ডালদের থাকে বিনয়ের অভাব।
নম্রতা-ভদ্রতা সভ্য হচ্ছে জাতির প্রাণ।
কদাকার কপট চিত্তে লালিত শয়তান।।

গুণীজন নত হয় অভিজ্ঞতার ভারে।
প্রেমিক পুরুষ নত হয় ভালোবেসে তারে।
তর্কবাজ নত হয়না তর্কই তার সার।
একই বিষয়ে তর্কে সে জড়ায় বারবার।।

মানুষ নিজেকে করে প্রকাশ কর্মের মহিমায়।
অহংকারী নিজের ডাক নিজেই বাঁজায়।
সভ্য জাতি শান্ত, শিষ্ট পরোপকারী ।
অসভ্য জাতি বদ মেজাজী পরচর্চা কারি।।

আন্তরিকতা দিনে, দিনে বাড়ায় বিনয়ভাব।
আন্তরিকতা  প্রসারিত করে জাতির মনোভাব।
বিনয়ে প্রণয় ঘটায় কর্মে আনে জয়।
বিনয়ের অভাবে নিজ অস্তিত্ব বিনীল হয়।।