ভালোবাসার স্রোত ধারায়
ভেসে যাবো আমি
স্বর্গ সুখের দেশে।
"তোমায় ভালোবেসে ওগো"
তোমায় ভালোবেসে।।
কি সুবাস ছড়ায় ওগো,
তোমার কালো কেশে?
বলোনা আমায় তুমি
বলোনা মৃদু হেসে!
আজ আমি মগ্ন রইবো
সুখের দেশে, তোমায় ভালোবেসে
ওগো তোমায় ভালোবেসে।।