চরম বিরক্তিকর হর্ণের শব্দ
কান কবাডি করে স্তব্ধ।
হর্ণের শব্দে ধরে মাথা,
মনে জাগায় অস্থিরতা
অকারণে হর্ণ বাজানো মস্তবড় অপরাধ।
শব্দ দূষণের বিরুদ্ধে সবাই করবো প্রতিবাদ।
যদি সমাজটাকে আরেক টুকু করা যেত সংস্কার।
যদি না থাকতো অপ্রয়োজনীয় হর্ণের ব্যবহার,
তবে, মুক্ত হতাম আমরা সবাই শব্দ দূষণ হতে।
বিরক্তি ভাব কমে যেত আমাদের চলার পথে।