ব্যস্ত শহরে ব্যস্ততার ভীড়ে,
দিন শেষে ফিরে সবাই
যার, যার আপন নীড়ে।
নিশি শেষে আবার যে
যার কর্মস্থলে যায় ফিরে।
এভাবেই ব্যস্ততা আমাদের
জীবনটা রেখেছে ঘিরে।

কেউবা কামার, কেউবা কুমার,
কেউবা জেলে তাতী।
ব্যস্ততাই হচ্ছে আমাদের
নিত্য দিনের সাথী।

কৃষক মাঠে ফসল ফলায়,
শিক্ষক শিক্ষার আলো ছড়ায়।
অফিস রুমে বসের প্যারায়,
কর্মীদের জীবন যায়, যায়।

যান্ত্রিক জীবনে মানুষ প্রতিদিন,
নতুন, নতুন চক্র আকটে যায়
দুনিয়ায় বসবাস রত অবস্থায়।
শত ব্যস্ততা আর কর্মগুণেই
মানুষ নিজেকে নিয়ে যায়,
তার স্বপ্নের অনন্য উচ্চতায়।