হিমেল হাওয়ায় স্নিগ্ধ সকালে,
সোনা ঝড়া মিষ্টি, মিষ্টি রৌদ্রে।
দুজনে একসাথে আঁকাবাঁকা মেঠোপথে,
কিংবা দৃষ্টি নন্দিত চিরসবুজ মাঠে।

হেঁটে, হেঁটে যাবো বহু দুরে,
শিশির ভেজা ঘাসের পরে।
হারাবো অবলীলায় গল্পের শহরে,
আবেগে জড়বো প্রেমের চাদরে।

খুশির ছোঁয়া লাগবে মনে,
তোমার প্রেমের আলিঙ্গনে।
হৃদয় জুড়ে লাগেবে দোলা,
প্রেমের অপূর্ব শিহরিণে।

এমন মধুর লগ্ন জুড়ে,
মগ্ন হয়ে রইবো ওরে।
দারুণ স্বপ্ন-সুখের ঘোড়ে,
এভাবেই চাই মোরা পরস্পরে।