যে নিজের দোষ অন্যের
ঘাড়ে চাপিয়ে দেয়।
কিংবা দুর্বল ব্যক্তির প্রতি
দুরাচারী,অত্যচারী হয়।
তার ও একদিন বিচার হবে
ন্যায় বিচার ঐ রোজহাসরে।
সেদিনের জন্য প্রস্তুত থাকো
যেদিন তুমি যাবে পরপারে।
দোসর কেউ হবেনা সেদিন
থাকবেনা কোন উকিল ব্যারিষ্টার।
হিসাব সেদিন হবে তোমার
জীবনে করেছো যত অত্যাচার।