হে নারী তোমার এক হৃদয়ে
হাজার দরজা রয়েছে সারি, সারি।
তোমার সেই হৃদয়ে কত পুরুষ
বানাতে চায় বাড়ি।
হে নারী তোমার সাথে আমার
যত আড়াআড়ি।
কাটেনা আমার দীর্ঘ রজনী
তুমি আসোনা তারাতারি।
এই জনমে তুমি আমার
সুখের মহামারি।
তুমি বিনে শূন্য আমি শূন্য বালুচর,
তেমার সনে বাঁধবো আমি সুখের একটা ঘর।
তোমায় ভাবি দিন-রজনী,
আমি ভাবি সারাক্ষণ।
তোমার অভাবে আমার,
অপূর্ণ জীবন।