সুপ্ত প্রকৃতিরা সাঁজে নির্জন ধারায়,
জড়নো পরস্পরে বৃক্ষ,লতা-পাতায়।
নিত্য নতুন বেড়েই চলে,
সুভিত নানান ফুলে ফলে।
বাংলার বুকে মাঠে-ঘাটে,
পাহার -পর্বত পথে-প্রান্তে।
চির-সবুজ মাঠে -ঘাটে,
জড়ানো-পেচানো বৃক্ষ-বটে।
অপরূপ প্রকৃতির রুপের টানে,
মন ছুটে যায় বাহির-পানে।
অপার রুপ-লাবণ্যের রঙ্গলীলার,
মুগ্ধ -নয়ন জুড়িয়ে যায়।
ভ্রমণ পিপাসী ভ্রমণের নেশায়,
ছুটে যায় দূর-দূরান্ত পনায়।
নদ-নদী আর সৈকতে।
মুক্ত -হাওয়ায় অচিন পথে।
ঘুড়ে বেড়ায় নানান দেশে,
নানা রকম পরিবেশে।
কত অচিন মানুষ আাপন হয়,
কত অজানা বিষয় জানা হয়।
ভ্রমণ মনের ক্ষুধা মিঠায়,
ভ্রমণ মনের প্রশান্তি বাড়ায়।
ভ্রমণ মনকে করে স্বতঃস্ফূর্ত,
ভ্রমণ করো ইচ্ছে যত।
প্রকৃতির মাঝে বিলীন হও,
অনাবিল সুখ খুঁজে লও।
প্রকৃতির দিকে চেয়ে দেখো,
তারা পরস্পরে আপন কত।