আমি যাকে ভালবাসি
থাকি তার পাশাপাশি।
কারণে অকারণে শুধু
করি গাঁ ঘেঁষাঘেষি।
আমি যাকে ভালবাসিনা
তার নয়ন সম্মুখে আসিনা।
পদব্রজে স্পর্শ করিনা তার ছায়া
তার প্রতি থাকেনা কোন মায়া।
মন খুলে তার সনে
বলিনা কোন কথা।
অহেতুক তার সনে
করিনা রসিকতা।
তার পথে চলে সে
আর আমি আমার পথে।
তার মতে থাকে সে
আর আমি আমার মতে।
তার সনে আমি
করিনা মাখামাখি।
ব্যঙ্গ করিনা তারে
করিনা ডাকা ডাকি।
তার ডাকেই ছুটে আসি
আমি যাকে ভালোবাসি।