আমি ব্যস্ত অফিসার।
ব্যস্ততা নিত্য দিনের
সঙ্গী যে আমার।
কাজের পরে কাজ আবার
আমি পাইনা অবসার
আমি ব্যস্ত অফিসার।

বিজ্ঞ আইনজীবীর  কথা শুনে
ভাবি আমি মনে, মনে।
এ বড় কৌশলী পান্ডিতের সার
কথায় করে কাটাকাটি চেন মুখার।

অনেক পড়ে  দিলাম রায়
আদেশ লিখতে বেলা যায়।
দুপুরে খাবার চারটায় খাই
ফ্রি থাকার সময় নাই

মাঝে, মাঝে অবার কত অভিযান চালাই
শহরে বন্দরে সাদা রঙ্গের গাড়িটা থামাই
ফ্রি থাকার সময় নাই
আমি ব্যস্ত অফিসার