আমার ভালো লাগে চরাচরে তীব্র নির্জনতা।
আমার ভালো লাগে খুব একা, একা।
আমার ভালো লাগে ঐ সুদূর মুক্ত আকাশ।
আমার ভালো লাগে ঝিরিঝিরি নিলুয়া বাতাস।
আমার ভালো লাগে হিমালয়, পাহাড়ি ধন্নাধারা।
আমার ভালো লাগে ফুলে-ফলে শোভিত বসুন্ধরা।
আমার ভালো লাগে লীলিমার বুকে আলপনা আঁকা।
আমার ভালো লাগে মেঠোপথ ভীষণ আঁকাবাঁকা।।
আমার ভালো লাগে পাখির ডাক কিচিরমিচির।
আমার ভালো লাগে সবুজ ঘাসের পরে জ্বলজ্বল
করে ঊষালগ্নে মুক্তার মতো বিন্দু, বিন্দু শিশির।
আমার ভালো লাগে বাবুই পাখির অসাধারণ নীড়।
আমার ভালো লাগে রক্তরাঙ্গা রবির আলো।
আমার ভালো লাগে গোধূলির মেঘ সাদা-কালো।
আমার ভালো লাগে রংপুর রঙ্গে আঁকা ছবি।
আমার ভালো লাগে হতে ছন্নছাড়া কবি।
আমার ভালো লাগে মায়বী সন্ধার দৃশ্যবলি।
আমার ভালো লাগে মিটিমিটি ঝলমলে তারাগুলি।
আমার ভালো লাগে জোৎস্না স্নান মধু পূর্ণিমায়।
আমার ভালো লাগে ভাসতে সুখের মোহনায়।
আমার ভালো লাগে উড়ন্ত সাদা বকের দল।
আমার ভালো লাগে মৃদু হাসি প্রাণ চঞ্চল।
আমার ভালো লাগে বিশাল সাগরের উত্তাল তরঙ্গ।
আমার ভালো লাগে ঐ মূহুর্তে প্রিয়জনের সঙ্গ।