আমি সঙ্গীবিহীন অপেক্ষা হীন-
একেলা পথে চলি নিশিদিন।
কারো তরে অপেক্ষার প্রহরে
কাটেনা আমার বেলা,
একাকিত্ব জীবনে আমি থাকি একেলা।
নিজের সাথে নিজেই কেবল
করে যাই রসনা।
ভাবতে, ভাবতে করে ফেলি
নানা রকম রচনা।
কারো কাছে চিরচেনা
কারো,করো কাছে আমি অজানা-অচেনা।
একেলা জীবন একাকিত্ব স্বাধীন সর্বময়
কারো কাছে কোনকিছু কৈফত দেবার নয়।
থাকেনা অজুহাত থাকেনা হারানোর ভয়
কারো সুপ্ত মায়াজালে জড়ানো-পেচানো নয়।
কারো কঠিন বিরহঘাটে হইনা বিষাদময়
একেলা জীবন একাকিত্ব স্বাধীন সর্বময়।