হে বালিকা তোমায় এক পলক দেখলে,
    আমি হাজার বছর বেঁচে থাকার অনুপ্রেরনা পাই!

তাই তো আমি মুগ্ধ নয়নে তোমার পানে চেয়ে রই,
     তুমি আমার পরাণ পাখি, আমি তোমায় শুধু  চাই!!

হে বালিকা তোমার ঐ দুষ্টু ঠোঁটের ,
       মিষ্টি হাসি দেখলে, আমার মন ভরে যায়।
আমার দুনয়ন সারাক্ষণ, শুধু তোমায় দেখিতে চায়  

অপৃর্ব তুমি, তোমার প্রেমে দিবানিশি,
       আমি মরি গো মরি, মরি হায়, হায় !!
আমার পাগল মনটা শুধু তোমার ভালোবাসা চায়!

হে বালিকা আমি দেখেছি, পৃথিবীর সমস্ত মায়া,  
      তোমার ঐ আখিঁর কোনে।

আমি দেখিলে তোমার ঐ মায়াভরা মুখ
পুলুক লাগে, নিত্য  আমার মনে!!

তোমার কাজল-কালো, ডাগর,ডাগর, আঁখি,
      তোমার ঐ আঁখি না দেখে আমি কেমনে বলো থাকি।

হে বালিকা বাঁশির সুরের মতো মিষ্টি,
      তোমার কন্ঠ সুমধুর!

তুমি হবে রাঙ্গা বধু, আমি হবো বর
    তোমায় নিয়ে বাধবো ওগো, সুখের একটি ঘড়!!