অকৃত্রিম প্রেম, ভালবাসার বন্ধন
পরস্পরের মধ্যে সৃষ্টি করে দেয়,
সুসম্পর্কের শক্তিশালী মেল বন্ধন।
জাত-পাত বিচার করেনা অহিংস মন।
বাহ্যিক সৌন্দর্য মানুষের আসল,
সৌন্দর্যের পরিচয় নয়।
ভিতরের সৌন্দর্য দ্বারাই মানুষ,
প্রকৃত সুন্দর হয়।
সুন্দর বলতে কিছু নাই ধরায়।
যা কিছু সুন্দর তা রয়েছে,
মানুষের মনের মনি কোটায়।
মানুষ শুধু সুন্দরের পিছে ধায়।
সবাই খুঁজে সুন্দর চেহেরা
সুন্দর মুখের হাসি।
আসলে যাদের মন সুন্দর,
আমরা কি তাদের ভালবাসি?