অহংকারে ছেঁয়ে গেছে মানুষের মন
হিংসার অনলে জ্বলে পুড়ে সারাক্ষণ।
পরের সাফল্য দেখে চরম ঈষানিত
পিড়িত হৃদয়ে মানসিক শান্তি বিনষ্ট।
কেউ করে রূপের অহংকার।
আবার কেউবা করে জ্ঞানের।
কেউ করে বিদ্যার অহংকার।
আবার কেউবা করে টাকার।
মোরা বড়ই অদ্ভুত মনুষ্যজাতি
সত্যের পথ আকঁরে ধরিনা
সহজেই বাঁকা পথে হাঁটি।
পরধন ভোগে মত্ত লালসায়
মারি কাঙ্গালের পেতে লাথি
অন্ধ মোহে অসৎতের পা চাটি।
তুমিও মানুষ আমিও মানুষ
ভুলোনা কভু সেই কথা।
মানবে, মানবে প্রেম হবে
টুটে যাবে সব ব্যাথা।
মানবতার চেয়ে শ্রেষ্ঠ
আর কোন ধর্ম নাই।
মানব প্রেমেই জীবনে
মনে শান্তি খুঁজে পাই।
যে মানুষকে হেলায়,হেলায়
করে অপমান, অপদস্ত।
এমন কর্মের দায়ে সে
পায় চরম দুঃখ- কষ্ট।
অহংকার আর অবহেলা যেন
এখনকার সমাজে মর্ডাণ ফ্যাশন।
অহংকারে ছেঁয়ে গেছে মানুষের মন
হিংসার অনলে জ্বলে পুড়ে সারাক্ষণ।