আমি ভুলে যেতে চাই তোমাকে
চিরতরে ভুলে যেতে যাই।
কিন্তু ভুলিতে যে পারিনা তোমায়
আসলে জানিনা আমি জড়িয়ে গেছি
তোমার কোন অঘোম মায়ায়।
আমি কত আর অবুজ মনকে
প্রবোধ দিয়ে রাখলো বলো।
কতকাল যে গত হয়ে গেলো
জীবনটা এখন বড়ই এলোমেলো।
অদ্ভুত কিছু স্মৃতি বারবার
দুচোখের সামনে ভেসে বেড়ায়।
প্রিয়জনও হারিয়ে যায় অবলীলায়
হেলায়,হেলায় ভীষণ অবহেলায়।
এক জীবনে মানুষ কি
ভুলে যেতে পারে সব?
তোমাকে ভুলে যাওয়া তো
আমার প্রায়াই অসম্ভব।