আবার আমি জন্মাতে চাই
মায়াবী কোন মায়ের কোলে,
যে আমাকে করবে যতন
গড়বে রতন স্নেহের আচলে।
আমি একটু ব্যথা পেলে
যার বুক ভাসবে আঁখিজলে।
আমাকে নিয়ে ব্যতি-ব্যস্ত
যে থাকবে সারাবেলা।
আমার সনে করবে যিনি
নানা রকম খেলা।
কভুও আমাকে করবেনা
যে এতটুকু অবহেলা।
যখন, তখন বায়না ধরলে
আদর- সোহাগ দিবে।
কান্নাকাটি করলে আমি
আমায় কোলে তুলে নিবে।
হিরা-মানিক হবো আমি
যার কাছে এই ভবে।
যে আমাকে ঘুম পাড়াবে
হাত বুলিয়ে মাথায়।
চাঁদের বুড়ির গল্প শুনাবে
অপরূপ মধু জোৎস্নায়।
বেড়ে উঠবো আমি যার
অপার মায়া মমতায়।