ভেবেছি যতো ভেসেছি ততো
কচুরিপানার মতো
ভুলে গিয়েছি ভুল করেছি
অবুঝ শিশুর মতো।
বেলা শেষে ভেলায় চড়ে ঘুমাইছি যতবার
দীন বেশে দৈন্য নিয়ে ফিরেছি হাজারবার
ছোট ছোট আর্তিগুলো আর্তনাদের স্বরে
চারদেয়ালে উষ্ঠা খেয়ে গুমরে গুমরে কাঁেদে
জমেছে মেঘ আকাশ জুড়ে ক্ষোভসিন্ধুর বাঁধ
ঘুর্ণি ত্রাস উড়িয়েছে ঘর হয়েছে তোলপাড়।
-----সৈয়দ মামুনূর রশীদ