আগুন...আগুন খেলা করে, সেই আগুনে পুড়লাম না
মাওলা তোমার বাগান দেখাও না!
মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
জন্ম নিলাম পথের ধারে, দিন কাটাইলাম ঘুরে ঘুরে ..
রঙিন মানুষ..., রঙিন ফানুষ.. কিছুই দেখলাম না!
মাওলা তোমার বাগান দেখাও না!
মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
বুুকের ভিতর ইছমে আযম, দিলের কাছে মায়ের কসম
মা’য়ে গেলো, বাপে ছাড়লো বসন-বাসন পাইলাম না
মাওলা তোমার বাগান দেখাও না!
মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!
কলব কুলুব খুশবু ছাড়ে, সেই খুশবুতে পালিয়ে মরে
দেহ পুইড়লো অঙ্গার হইলো কলব কিন্তু পুইড়লো না
মাওলা তোমার বাগান দেখাও না!
মোরে .. বাগান দেখাও না!
দয়ার দুয়ার খুলো না!!