রাজপথে তান্ডব নামে; লন্ডভন্ড হয় ঝড়ো বাতাসে
তবুও বাসনা বেঁচে থাকে; নোঙর ফেলে কিনারে
বাসনা বসতি খুঁজে এখানে; আনন্দের আবেগী প্রান্তরে
তবুও বাসনা বেঁচে থাকে; বৈঠা ধরা উজানে।
বাসনা বেঁচে থাকে বসতিহীন বন্ধনে
বাসনা জেগে উঠে বন্যহাতির গর্জনে
বাসনা বিরহ জাগায় পাহাড়ি জোৎস্নারাতে
বাসনা ব্যাকুল হয় বারিষা ঝড়োরাতে
তবুও বাসনা বেঁচে থাকে; ওম আনে দেহে।
---সৈয়দ মামুনূর রশীদ