সুখ উৎপন্নের চেষ্টায় অসুখের সঙ্গে যুদ্ধ,
দিনের পর দিন হচ্ছি শুধুই বিদ্ধস্ত।
কোন এক দেয়াল যেন করছে শুধু আড়াল
দিবা রাতির মাঝখানে দুর্বোদ্ধ খেয়াল!
এ কাচের দেয়াল ভেঙে ছুটব আমি।
সেই স্বপ্ন দেখে যাই দিবস যামি।
পিছু লোকে মেরে যায় উল্টো হাতে তালি
সে তালির রেস পিছনে টানে খালি।
তবু খেয়ালের ভুলে বারে বারে ডুবি,
দিন রাত খুঁজি স্বপ্ন পাথর রুবি।
কেউ ভাবে এ বিলাসিতা মোর,
কেউ ভাবে অহং।
আমি জানি এ মোর ঘুম করেছে হরন।
তোমায় কি ভালোবাসি!
একথা বলব না।
তুমি নিত্য মোর
তুমি মোর চাঁদ, সূর্য,
তুমি মোর
প্রতিদিনের জল পানের মতই
অতি সহজ।
তবু সেই সহজে ছাড়া, জীবন কি হয়!
সেই সহজে ছাড়া কি প্রাণ রয়!
খাঁচায় কি রয় না পাখি?
বোনেতে কুহু ডাক রাখি।
স্থানচ্যুতে কে করে মায়া! আহা
দূরে হতে দেখে শুধু লয় মজা।
আমি তো খঁাচার পাখি নই।
বুনো হরিনীর তবে কেন এ দৈন্যদশা!
ফের আমি ফিরিবো বনে তাই সই সব ব্যাথা
সেই ফাঁকে কেউ যেন ভুলো না মোর কথা।
লেখার সময় :সেপ্টেম্বর ১,২০২৩