কেমন আছো, ভালো আছি।
শত কষ্ট চাপা বুকে, তবু চলে
নাটকের এই নিত্য মহড়া।
চলে সব কাজ নিত্য নিয়মিত
শুধু তোমার সাথে দেখা হয়না।
হয়ত বিধাতা এটাকে কোন কাজ
মনে করেননি আমাদের জন্য।
তাই তোমাকে না দেখেই -
কেটে যায় দিন রাত্রি।
কেটে যায় সপ্তাহ, মাস,বছর।
কিন্তু তোমাকে দেখার ইচ্ছা কাটে না।
কাটে না মায়া।বরং তীব্র হয় যন্ত্রণা।
আরো বেশি করে ইচ্ছে করে গোছাতে
নিজেদের স্বর্গ।
যত ইচ্ছে হয় তত বেশি দূরে সরে যায়।
মরিচীকার মত ছুটি আমি,ছুটি প্রাণপণে।
উর্ধ্বে হাসেন তিনি,
কি আনন্দ তাঁর এ খেলায়!
আমাদের নিয়ে খেলে এতো যদি
খুসি তুমি! খেলো তব খেলা।
আমরাও বলে যাই একই কথা-
কেমন আছো? ভালো আছি।