চাঁদেতে কলঙ্ক আছে তুমি মোর চাঁদ নও
তুমি সূর্যের আলো দিয়ে মম হৃদয়ে রও ।
তব তেজে তুমি ওগো আপনি হয়েছো ধন্য
তব প্রেমে প্রিয়ো মোরে করেছ তুমি অনন্য ।
আমি স্নিগ্ধ নই দীপ্ত নই জড় সম ক্ষীণ
আপন আলো দিয়ে মোরে, বাড়াও শুধু ঋণ।
প্রভাত রবি সম এলে কোমল আলো নিয়ে
দেখি- আলো মেশে মম জীবন তটে গিয়ে ।
ধীরে ধীরে বাড়ে দিবা বাড়ে-তব আলো তাপ
মধ্যাহ্নের তেজে কাঁপে হিয়া, করে ধুপধাপ -
তব সে অগ্নিদৃষ্টি যেন চোখ মেলে চায়
যেন অনন্ত বৈরাগ্য শেষে মহাকাল ধায় ।
তুমি মোর চাঁদ নও তুমি মোর দিবাকর-
তব প্রেমামৃত রস যাচে তুচ্ছ এ পামর।
তীব্র তব প্রেমে করগো নিবিড় দৃষ্টিপাত
যত আধার তা সবে ঝলসে হোক নিপাত ।
তারা নয় চাঁদ নয় তুমি সূর্য্য মোর এক
চরণে বিকাই তব প্রিয়ো, চাওগো বারেক ।
আমি তব যোগনী , যুগে যুগে তব ধেয়ানী
জ্ঞানী! মোহ মায়া দূর করে মোরে লও টানি।
তুমি সূর্য্যরাজ, হে তুমি অসীম অবিনাশী
আমি ছায়া প্রভু, প্রিয় তব প্রেম বিলাসি ।
দিবসের তপ্ত রৌদ্র শেষে এসো মোর পাশে
মিলিব গো আলো ছায়ার প্রেম মধু রাসে ।
তাপদহে ক্লান্ত যবে তুমি ফিরো শান্তিনীড়ে
শীতল ছায়ার পরশে প্রেমে রাখিব ঘিরে।
একা তুমি নহ রাজা আমি তব হই রানী
ছায়াহীন তাপে মরে যাবে আছে যত প্রাণী।
ভেবোনা আমি তব প্রেমে হয়েছি কলঙ্কিনী
যুগে যুগে আমি তব প্রিয়া, প্রেমে গরবিনী ।