তুমি তাকিয়ে আছো ব্যোমে
আমি তাকাই তোমার পানে।
তুমি জ্ঞানী
আমি প্রেমি
তোমার সাথে আমার ভেদ, এইযে এইখানে।  
তুমি জ্ঞান দিয়ে জেনেছো প্রেম।  
তাই রয়েছো দূরে।
আমি প্রেম দিয়ে যাচি তোমায়
তাই রয়েছি চরণ তলে।
আমি যেচে ফিরি আকাশ পাতাল জুড়ে।
মরু তৃষা লয়ে যাচি তোমা
পরাণের গহীনে।  
তুমি জ্ঞান দিয়ে বিচারো আমায়
অর্জিছো দিনে রাতে।
তাই আমার শত রূপ ঝলসিছে তোমারে।
আমি তো তোমার মাঝে তোমাকেই খুঁজি।
প্রেম লয়ে মরি ঘুরে।
তোমারো যে শতরূপ আছে বর্নিনি কারো কাছে।  
ওহে জ্ঞানী!
জ্ঞান দিয়ে প্রেম রাখবে দূরে বুঝি?
প্রেমের কাছে মহান জ্ঞানী স্রষ্টাও পরাজিত।
যত জ্ঞান চাও প্রেম দিয়ে আমি প্রলেপ লাগাবো তায়।
অজ্ঞানী আমি, আমায় কি তব সঙ্গ দেওয়া দায়!
আমি সুর নই কবিতা নই ছন্দ কভু নইতো
নারী আমি, তাইতো তোমার সঙ্গ পাইনি আজো।

তুমি তাকিয়ে আছো ব্যোমে
আমি তাকাই তোমার পানে।
তুমি জ্ঞানী
আমি প্রেমি
তোমার সাথে আমার ভেদ, এইযে এইখানে।