তোমায় দেখলে আমি দেখি আমায়
তোমার ললাট বিন্দুতে।
তোমার শাখা, পলা, সিঁদুর, নোয়া
আলতা রাঙা চরণে।
তোমার এলো চুলে রূপোর চুড়া
জুঁই ফুলেরি গাজরাতে।
তোমায় দেখলে আমি দেখি আমায়
তোমার ললাট বিন্দুতে।
সকল পালা পর্বনে নানান রঙে নানান রূপে
ঢেউ খেলো মোর অন্তরে।
আমি চাইনে ফিরে গ্রীষ্ম, বর্ষা, শরত
আর ঐ মধুমাখা বসন্তে।
আমার গৃহের মাঝে নেচে বেড়াও
বন হরিনী ছন্দেতে।
তোমায় দেখলে আমি দেখি আমায়
তোমার ললাট বিন্দুতে।
তোমার শুভ্র স্নিগ্ধ সরল রূপে
জল গোলাপ ফোটে।
তোমার সিঁথিতে ঐ রাঙা সিঁদুর
হৃদয় কাড়ে।
তোমার কাজল কালো আঁখি তুলে
আমার পানে চাও।
তোমার শীতল শুভ্র পরশ সুধায়
দু:খ ভুলায় দাও।
তুমি আছো জুড়ে আমার
সকল রন্ধ্রে রন্ধ্রেতে
তোমায় দেখলে আমি দেখি আমায়
তোমার ললাট বিন্দুতে।