কত কথা হয়ে যায় চোখে,
হয় প্রেমে, নয় তো রোষে
তুমি যদি ভেবে থাকো
বোঝে না কেউ।
সে বোঝার দায়ভার তোমার তোমার
আমি নেবো না তা।
কেউ প্রকাশ করে কেউ চুপ থাকে -
তাই বলে ভেবোনা গো জিতে গেলে।
জিতে গেলে।
দুঃখ কষ্ট রাগ সবারই থাকে
কেউ চায় সব ভুলে আপন করে নিতে,
তাই বলে ভেবোনা জিতে গেলে।
জিতে গেলে।
এ দুনিয়া দুদিনের সকলে জানে,
এটা ভেবে যদি কেউ -
তোমার উগ্রতা সব মেনে চলে।
তাই বলে ভেবোনা গো জিতে গেলে।
জিতে গেলে
এদিন তো দিন নয় আরো দিন আছে,
চাই না দিন কভু তোমার কাছেও ফিরে আসে
দুর্বলতা নয়, ভদ্রতা এ।
তাই বলে ভেবোনা জিতে গেলে।
জিতে গেলে।