প্রেম দাও প্রভু প্রেম দাও
তোমার সৃষ্টিতে প্রভু দয়া দাও
প্রভু প্রেম দাও।
কোথা গেলে প্রভু, প্রেম পাবো
হেথা প্রেম নাই, হেথা শুধু কামনার ঢেউ খেলে।
হৃদয়ে জাগে না গো প্রেম
প্রেম পরিভাষা কেউ বোঝেনা।
জগৎ ডুবেছে কামে
কোথা নাই তব আরাধনা।
কোথাও শুদ্ধ না কোথাও নির্মল না
সব স্বার্থ হিংসা দ্বেষে, ম্লান হয়ে আছে।
তব নাম নিয়ে করে ম্লানতা
কারো দয়া নাই, কারো প্রেম নাই।
আছে শুধু হৃদয়ের ছলনা।
ভক্তি নাই, ভক্ত নাই।
ছোখের জলেও ভাসে ক্রুরতা।
হিংস্র সব যেন পশুর মত।
পশুর র*ক্ত মেখে, দেখায় বীরতা।
দুর্বল যারা আছে, কেউ নয়
আজ আর নিরাপদ।
প্রকাশ্যে বলে যায়
তারা আজ হিংস্র শ্বাপদ।
মানুষের কাছে আজ, মানুষ তো
নিরাপদ নয়।
তবু ঈশ্বর, বলে ঈশ্বর।
জানতে চাই প্রভু প্রিয় গো
এতো সব নিয়ম তবু মানে কে
প্রেম ছাড়া তুমি আর বোঝ কি!
এ কথা তোমার সন্তান মানে না।
সারাদিন শুধু চায় স্বর্গ, বেহেশত
ভয়ে ভয়ে চলে যেন পাপ না হয়।
শুধু প্রেম কারে কয় সেকথাই
এরা ভুলে যায়।
প্রেম ছাড়া মেলে কি তোমায়!
বলো প্রেম ছাড়া মেলে কি তোমায়!
এতো ধর্মদর্শন এর আর বলো আছে দাম কি!
যদি প্রেম নাহি রয়, যদি প্রেম নাহি রয়।
প্রেম দাও প্রভু প্রেম দাও
তোমার সৃষ্টিতে প্রভু দয়া দাও
প্রভু প্রেম দাও।