আমি ডুবে যাচ্ছি তলিয়ে যাচ্ছি
ঘুরছি একা অনাথা।
কত হাজার চরণ চিহ্ন পেছনে মোর।
বারবার ফিরি সে যে কর্ম অমোঘ
জ্ঞানহীনা, জড়, মুর্খ আমি
তুমি জ্যোতির্ময় হে।
কে তোমা পায় ওগো জানিতে!
বার বার মায়া মোহে পিছিল এ পথ
বন্ধনে ভুলি তোমা।
হে বিশাল, হে অনন্ত, হে ধীর, হে শান্ত
চঞ্চল মতি মোর, স্থির না মন।
ইন্দ্রিয় বশে ভুলি নিত্যদিন।
সত্যের সন্ধান হেতু না হলো উব্দেগ।
মিথ্যা মায়া সব -এ খ্যাতি, যশ,মান
তবুও লালসায় মজি
অন্ধ হয়ে ঘুরে মরি।
বড়ই দুর্ভাগা আমি -কত ডেকে যাও তুমি।
তবু ভুলি মিথ্যা চতুরঙ্গ দোলায়।
পরি প্রেম ফাঁদে, অকারণে প্রাণ কাঁদে
না জেনে তোমায়।
ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র অতি আমি অনাথা
সৃষ্টি লগ্ন হতে ঘুরি শুধু ঘুরি
মিথ্যারে সত্য ভেবে রসাতলে করি খোরা খুরি।
হে সত্য, হে পরম সত্য
জ্ঞান দাও জ্ঞান দাও জ্ঞান দাও।
এ পাতকীর হও সত্যদ্রষ্টা।