হে পথিক!
আর কত চলিবে অজানা পথে?
আর কত গুনিবে সমুদ্রের ঢেউ?
এবার ফিরিও গৃহে এই নিশিথে
থামিবে গুঞ্জন, জানিবেনা কেউ।
আপনারে শুধাই বারেবারে
হে পথিক!
আর কত চলিবে অজানা পথে?
হিংসে হয় বড় আজি,অনন্ত
সৌভাগ্যবতী গৃহবধূদের দেখি।
আমার পায়ে সরষে পোড়া
জন্ম থেকে পথে পথে ঘুরি।
পথের মায়া বড় মায়া
জানি, গৃহস্থের মন পোড়ে
পথের লাগি।
কত কূলবধূগনে ফিরে ফিরে চায়
করুন আঁখি মেলি।
কি যেন জানিতে চায়!
তাদের হেরিয়া ঝুরি, মোর প্রাণবধূ লাগি
আমার পথিক মন, কিকরে
কেমনে মিলিবে আহা
মোর বধূরো নরম পরশ সুধা।
বধূ মোর একলা ঘরে, আছে দ্বীপ জ্বেলে
ফিরিব এই আশে তার নয়ন ঝুরে
এই আশঙ্কায়, হৃদয় কানন যায় পুড়ে।
পথিক আমি, ফিরছি ঘুরে।
ঘরের মায়া পথের মায়া
কেমন করে ছাড়ি কারে!
বধূ আমার পদ্ম বনের পদ্মলক্ষী
তার লাগি কান্দে মোর পরানের পক্ষী।
আবার শুধাই আপন মনে
হে পথিক!
আর কত চলিবে অজানা পথে?