আমাদের রোদ বৃষ্টি ঝড়
বয়ে যায় অবলীলায়।
একে অন্যের হাত ছাড়া
একসাথে পথ চলার ছন্দ ছাড়া।
তোমরা যারা হাতে হাত রাখো
নিবিড় করে বাসো ভালো।
বিশ্বাস করো আমার তাতে
হিংসে হয় না।
আমি তার হাতে হাত রাখতে
না পারলেও -
গভীর করে জড়িয়ে থাকি রাত্রিদিন।
ঠিক যেমন জোছনা তোমার লাগে ভালো
যদিও সে জোছনা দেওয়া চাঁদ
ধরা ছোঁয়ার বাইরে কত!
তবুও তো বাসি ভালো
খুব করে মাখতে চাই জোছনা আলো।
আমাদেরো তেমনি করে কাটে দিন।
মাঝে মাঝে বয় যে দখিন হাওয়া
মনে ভাবি এইতো, প্রেয়সীর হাত পাখা!
তারপর রাত কাটে দিন কাটে
কাটে বছর মাস।
কোন এক মাহেন্দ্র ক্ষণে তার সাথে হয় বাস।
সেদিন আর কল্পনা বিলাস থাকে না
থাকে না জোছনা আলো।
কবির খাতার রঙিন দোলা
বাস্তবে হয় হিসেবের খাতা।
এইত জীবন, চলছে যেমন।
আমাদের রোদ বৃষ্টি ঝড়
বয়ে যায় অবলীলায়।
জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পরা কলাবেলায়।