খাতা পেন্সিল উধাও সব
লেখার কালি নাই।
হৃদয় এখন নীল লিটমাস
বেদনার গাঢ়তায়।
দু:খ নাই কষ্ট নাই
নাই কিছুই আর।
আছে শুধুই অহং বোধ
কে কাকে ঠকায়!
শব্দ নাই বাক্য নাই
আছে বোবা কান্না।
চোখের জল কেড়ে নেবে!
কারো সাধ্য না।
সূর্য ওঠে চাঁদ ডোবে
আমিও যাবো মরে।
ধুত্তুরি ছাই কি হবে আর
এতো কথা বলে!
একলা আমি একলা তুমি
একলা জগত বড়।
কথার তালে বলছি কথা
কেউই নয় কারো।
আচ্ছা তবে যাচ্ছি এবার
আসব আবার পরে।
গানের পাখি আমি ভাই
গান গাই ডালে ডালে।
তাড়া খেয়ে উড়ে বেড়াই
আবার ধরি গান।
এডাল ওডাল করে করে
বানাই নতুন তান।
ভালো থেকো তোমরা সবাই
আমিও আছি ভালো।
সবাই ভালো থাকলে ভালো
নাহোক কিছু
আবার কালো।