নাবালিকা তুমি না বলতে শিখেছো তো!
এই না বলাই তোমার মহামন্ত্র।
আর কিছু না শেখো, অন্তত না বলতে শেখো।
তুমি না বলতে পারো না বলেই -
তোমার নাম নাবালিকা।
যেদিন তুমি না বলতে শিখে যাবে,
সেদিন থেকেই তুমি হবে সাবালিকা।
এর আগ পর্যন্ত যতই বয়োসের গন্ডি পেড়োও না কেন,
তুমি নাবালিকাই রয়ে যাবে।
কত ঝড় জল বন্যা চলে গেলো,
কত বিদ্রোহ হলো, যুদ্ধ হলো,
তুমি তবু নাবালিকা রয়ে গেলে।
আর কত!
এবার একটু সজাগ হও,
শিখে নাও কাকে না বলতে হবে,
নাকি আজন্মই নাবালিকা রয়ে যাবে?