মানুষের হারানোর কিছু থাকেনা
তারপরেও মানুষ ভয় করে।
মানুষের অহংকার করার কিচ্ছু নেই
তারপরেও মানুষ যা সামনে পায় -
তাই নিয়ে অহঙ্কার করে বেঁচে থাকে।
মানুষ ক্ষুধা নিবারনের পরেও
অহেতুক বিলাসিতায় মত্ত থাকে ।
নিজের প্রয়োজন মিটে যাবার পর
অন্যের নিন্দা করে নিজের -
অহঙ্কার জারি করে ।
মোটকথা , যা কোন কাজের না
যার কোন ছিটেফোঁটা প্রভাবো পরেনা
এ পৃথিবীর ওপর -
সেই কাজ দিয়েই আমরা মানুষ
দিন রাত পার করে দেই অবলীলায়।
সারাক্ষণ মনে করতে থাকি
আমি সবার থেকে আলাদা ।
আমার মত কেউ আর নেই ।
শুধু মনে করি না , তা প্রমাণ করার
কোন কসুর পর্যন্ত ছাড়ি না ।
দিন নাই রাত নাই শুধু এই একই কর্ম।
ধার্মিক ধর্ম নিয়ে অহঙ্কার করে-
অধার্মিক অধর্ম নিয়ে অহঙ্কার করে।
ধনী তার টাকা নিয়ে অহংকার করে
গরিব তার দুঃখ নিয়ে অহঙ্কার করে ।
অহঙ্কার ই মানুষের একমাত্র সম্পদ
অহঙ্কার করেই বছরের পর বছর
নিঃসংকোচে মানুষ বেঁচে থাকে ।
বেঁচে থাকো মানুষ যুগ -যুগ
বেঁচে থাকো ।
পৃথিবী তোমার অহঙ্কার, বিলাসিতা
আর নিন্দায় পতিত হোক ।
April12, ২০২১