আমার জন্য কেউ কখনো অপেক্ষা করেনি।
আমার ওরকম কোন বন্ধু কোনদিনও ছিলো না।
চিরকাল ই আমি একা একা হেঁটেছি
এই ভীর-ভাট্টা পথে।
যদিও বা কখনো কারো সাথে হাঁটতে চেয়েছি
হঠাৎ করেই তার নতুন সঙ্গী হয়ে গেছে।
আমার সাথে এক পথে হাঁটার জন্য কেউ ছিলো না৷
কত পিছল শ্যাওলা ধরা রাস্তায় চলতে গিয়ে -
পড়ে গিয়েছি।
হাত ধরে তোলার জন্য আমার পাশে
কোন বন্ধু কোনদিনও ছিলো না।
যদিও বা দু একজন ছিলো তারা সুজোগ বুঝে-
কাঁদায় ফেলে পালিয়ে গেছে।
চিরদিনের সঙ্গীবিহীন এই আমি হঠাৎ করে
যখনই ভেবেছি -
কেউ আমার জন্য অপেক্ষা করতে পারে
ঠিক তখনই আরো বেশি করে একা হয়ে গেছি।
একাকীত্ব এখন আমার অলঙ্কার।
আমার চোখের কাজলের মতই
আমার সৌন্দর্য।
তাই এখন আর ভাবতে চাই না, কেউ -
আমার জন্য অপেক্ষা করতে পারে।
আসলে কেউ কারো জন্য অপেক্ষা করে না।
নিজের প্রয়োজনে পথ মিলে গেলেই হয় বন্ধুত্ব।
এছাড়া আর কিছুই নয়।
আমার জন্য কেউ কখনো অপেক্ষা করেনি।
আমার ওরকম কোন বন্ধু কোনদিনও ছিলো না।