চঞ্চল মন বোঝে না কারণ
কি কারণে পথে এতো যে বারণ।
কার লাগি মন এত পিপাসু
কার ইশারায় পাই না কাছে!
কেন শুধু ঘুরে মরি
কেন হতাশা খায় কুঁড়ে কুঁড়ে
এত আয়োজন কেন বৃথা হয়!
কে আছে যে এতো দু:খের-
জন্মদাতা!
কার লাগি দুখের মাঝেও
জ্বলে আশার ইশারা!
কার লাগি ভোগ সুখে-
মনে জাগে দ্বিধা!!
এত ঘুরে মরি তবু হৃদি না টুটে
ফের দাঁড়াই আমি আবার ছুটি।
কে সে! যে আমারে দিল না থামিতে!
কোথা যেন কি আছে!
কে যেন ডাকে,  বলে যায় কানে কানে।
যেথা দেহ নাই, লিঙ্গ নাই
নাই রূপ, রস।
চিন্তা নাই,  ছায়া নাই, নাই গতিপথ।
তাঁর লাগি মরি ঘুরে।
কোথা সে কোথা গেলে পাই তাঁরে!