তরি বেঁধে দাঁড়িয়ে আছি
এসো তারাতারি
এবার সময় হলো প্রিয়ে
তোমায় নেবো বাড়ি।
আলতা দিয়ে নুপুর পরে
পরে হিসাব ক'ষো।
লাল পেড়ে শাড়ি পরে
আঁচল টেনে বসো।

দাঁড় ধরেছি আগায় বঁধু
তুমি গামছা পেতে বসো।
চোখে তোমার ঝরে মধু
আড়াল করে রোষ।
পানের খিলি সাজিয়ে তুমি
একটা আমায় দিও
ঘোমটা তুলতে তুলতে প্রিয়
আমার পানে চাইও।
চুল খুললে বান্ধিও না
বাতাস লাগতে দাও।
দখিন বাতাস উড়াইয়া দিক
আটকাইও না তা ও।
স্বন্ধ্যা যখন হবে তখন
মাঝ নদীতে মোরা
বিশাল আকাশ চাইয়া থাকব
চাঁদটা হইব বোবা।
সত্য কথা কও তো বউ
লাগবো কেমন তোমার?
বিশাল আকাশ বিশাল নদী
মাঝে আমরা দুইজন।
এইখানে করব আমরা
সব ছন্দের পতন।
কুলুকুলু শব্দে বৈঠা মারে বারি
কেমন হবে বলো দেখি
যদি না যাই বাড়ি?
পারে আসলো যখন নাও
ঢুকবে খালের মাঝে।
তুমি কইলা ও মাঝি
বাও বাও নাও বাও।
চারিদ্দিকে জোনাই গুলান
জ্বালায় মরিচ বাত্তি
লও না বউ এইখানেই
আমরা গামছা পাতি।
মাটির উপর গামছা পাতি
তোমার কোলে মাথা রাখি
একটা জনম কাটাই দিব
আমরা দুই টি পাখি।
এই যে মাঝি নাও বাও
যামু না কি বেয়ানে?
রোদ উঠবে একটু পর
ধান দিব উঠানে।
😁😁😁😁