আমার কথা ভেব নাকো তুমি আর।
আমি ভেসে যাই দূর সমুদ্রের পার।
যেখানে কেউ নাই কিছু নাই শেষ।
দু:খ নাই কষ্ট নাই, নাই অনুভূতি অবশেষ।
নাই জোসনার স্নিগ্ধতার প্রদীপের আলোয়
রাত্রিবিলাসের অভিলাষ।
যেখানে সমস্ত তন্ময় মন আপনাকে খোঁজে।
যেখানে ভয়হীন, পৃথিবীর হিংস্রতা হতে দূরে
একাকিনী কোন নারী রাত্রির গভীরে -
সমুদ্রের গর্জন শুনতে পারে।
সমস্ত শরীর পিছনে ফেলে যেখানে তন্ময় আত্মা-
মিলনের অপেক্ষায় উদগ্রীব উর্ধ্বমুখী হয়ে আছে।
যেখানে ভয় নাই দু:খ নাই সুখ নাই
নারী নাই পুরুষ নাই,  নাই কোন শরীর অবশেষ।
সেইখানে-
যেখানে মনের ইচ্ছায় গোধূলি লগনে
তন্ময় হয়ে আছে যোগী।
যেখানে নারীকে বাঁচিয়ে চলতে হয় না শরীর।
কারণ সেখানে শরীরের কোন মূল্য নাই।
সেইখানে -
ভেসে যাব আমি।  
মনের গতিতে জোসনা মেখে ফিরব তোমার কুটিরে।
তুমি আলো নিয়ে বেরিয়ে এসে জানতে চাইবে না,
এতগুলো রাত কোথায় ছিলাম।
বরং তুমি বলবে, দেবী,  কত পুণ্যবতী তুমি
কত যোগীর উন্নত চেতনার স্পর্শে তুমি দেবী হলে।
তোমার মিলন হোক পরমাত্মার সাথে।
উন্নত হোক তোমার আত্মা, তুমি জ্ঞানী হও, মুক্ত হও।
সমস্ত ব্যোমে তোমার চলাচল সুগম হোক।
তুমি আমার সাধন সঙ্গি হও যুগে যুগে।