সৌন্দর্য তো দেখার বস্তু, পাওয়ার বস্তু না।
ফুল দেখে যার হয়না শান্তি তারা মানুষ না।
ফুলের গন্ধে আসবে অলি বাতাস দেবে দোলা।
পাখিরা সব গাইবে কুহু মনের জানলা খোলা।
পদ্ম ফুল না মা/রালে যার হলো না পাওয়া
সেই প্রাণীর তরে বন্ধ থাকুক সকল নাওয়া খাওয়া।
ফুল ফুটবে সুবাস দিবে এইতো ফুলের কাজ।
পোকায় ধরবে বলে চাষির মাথায় পড়লো বাজ।
পোকা দমন না করে যে ফুলকে রাখে ঢেকে
দু-দিন পরে পচবে কুঁড়ি আলোর হাক হেকে।
নিমের খৈল, কীটনাশক এই সমাজে ছিটাও
দমলে হবে! বাঁচার জন্য কীটগুলো হটাও।