কন্যারা বড় বোকা
শুধু ভারসা খোঁজে
হুট করে ভালোবাসে অপ্রেমিকেরে।
হুট করে ভরসা করে অজানারে।
প্রকৃতির মত সরল মনে ভালোবাসে
ধৈর্য্য ধরে দিনের পর দিন
প্রকৃতির মত কোমল করে আগলে রাখে।
নিজের চেয়েও বেশি বিশ্বাস
তার-
সেই অজানার পরে।
ভাবে এই বুঝি সব, এই শুরু এই শেষের
সীমানা রহিবে ঘিরে।
হায় কন্যা!
হায় প্রকৃতি!
এতো সও তুমি এতো করে বাসো ভালো!
দিনশেষে সফলতার আছে অর্ধেক ভাগিদার
গ্লানিটুকু সব তোমার, আপনার।
এজগতে যেমন ছিলো-
অহল্লা,সিতা,সাবিত্রী
তেমনি ছিলো অম্বা, দ্রৌপদী।
শিখন্ডিনীর প্রতাপে মহাবলী ভীষ্ম-
ছিলেন স্তব্ধ।।
তুমি তো ছাড় হে নর!
নারীর ভরসা লুটে খাও!
বিশ্বাসের কর নির্জাশ!
প্রকৃতির গর্জন, হুঙ্কার শুনেছ কখনো?
শুনেছ তার প্রলয়ঙ্করি ডাক।
তাই বলি সাবধান।
ভরসার ভীতে যদি বিন্দু খুঁত থাকে
শততলা অট্টালিকাও উপারিবে পাকে।
সময়: জানুয়ারি ১৬,২০২২