ঘরোয়া কেউ-
এসে বলুক আজ সব বন্ধ থাকুক
আজকে আসো গল্প করি দুজন মিলে।
ধান শুকিয়ে, উনুন নিকিয়ে, প্রদ্বীপ দিয়ে
তুলসী তলায়-
আজকে আসো চাটাই পেতে
দুজন মিলে গল্প করি।
এইসব ঘর সংসারের নয়কো কথা।
অন্য কিছু অন্য আরো দু:খ ব্যাথা।
বলবো আমি আচ্ছা ভাই
চলো কিছু অন্য কথা গুনগুনাই।
তোমরা যারা গৃহের মানুষ
গৃহেতে রও রাত্রিদিন।
শান্তি কত ভাই তোমাদের।
যা খুশি তাই করতে পারো।
বাঁধা ধরা নিয়ম কোথায় চাঁদ সুরুজের মত।
রোজ সকালে সূর্য দেখো
শোন পাখির ডাক।
শিশির ভেজা শিউলি কুড়াও
ঘুচাও মনের ঝাঁজ।
আমার ভাই স্বন্ধ্যা নাই সকাল নাই
নাইকো বাড়ি ঘর।
কাজের তরে যাযাবর,
ছুটছি বারোমাস।
ইচ্ছে জাগে খুব করে
গৃহিণী হই,সন্ধ্যা বেলায়
তুলসি তলায় প্রদ্বীপ দিয়ে।
হয় কি তা আর!
কাজের চাপে মরছি পুড়ে।
নিরিবিলে ঘর করাটা হলো না আর।
আমার কি আর সাধ জাগে না!
দুহাত দিয়ে আগলে রাখার!
শুনে সে মুখ করে ভার বলল
করুণ চোখে-
ঘরোয়া গৃহিণী হওয়া এতো সোজা নহে।