তুমি ছাড়া আমার এসমস্ত কবিতা বিস্বাদ।
তুমি ছাড়া জীবনের এ আনন্দ মিছিল বৃথা
কবিতায় শুধু প্রেম আছে, বিষ নেই
তাই বোধ হয় বেঁচে আছি আজো।
কবিতায় বিষ থাকলে কত কবি
হয়ে যেত নীলকন্ঠ!
এক পেয়ালা কবিতা পান করে-
আমিও ছেড়ে দিতাম তুমিহীন এ জীবন।
এক পেয়ালা তেমন কবিতা কি আছে কোথাও?
যা পান করে নিশ্চিহ্ন করা যায়
তোমার বিরহ!
তেমন এক পেয়ালা কবিতা কি দিতে পারো আমায়।
হলাহলের চেয়েও শক্তিশালী সে এক পেয়ালা
নিশ্চিহ্ন করুক আমায়।
আমি চাইনা আর আমায়।
তুমিহীন এই আমার কোন আত্মা নেই।
তুমিহীন এই আমি এক মাংসপিণ্ড ছাড়া কিছু নই।
তুমিহীন আমি বৈচিত্র্যহীন।
এই সমস্ত রঙের উল্লাস আমায় ছোঁয় না।
এই সমস্ত অনাবৃত রাক্ষসের পরোয়া আমি করি না।
তুমিহীন আমার কাছে সব মৃত লাশের মিছিল।
তুমিহীন এ জীবনে শুধু এক পেয়ালা কবিতার বিষ চাই
এক পেয়ালা কবিতা।
সেই এক পেয়ালা কবিতা কে লিখবে?
সেই এক পেয়ালা কবিতার খোঁজ কে দেবে আমায়!
আমি তার কলমের শীষ পূর্ণ করে দেব
আমার বিরহের নীলে।
আমার বিরহের হলাহলে।
এক পেয়ালা তেমন কবিতা কি আছে কোথাও?
এক পেয়ালা কবিতা
তরুবিথী
১০/৮/২৪