এই, তুমি কি সেই যাকে আমি চিনি!
যার সাথে কথা হতো রোজ
হতো খুনসুটি!
তুমি কি সেই?
কেমন চেনা চেনা লাগে...
তুমি কি সেই?
আগের মতো সেই ছিপছিপে নও তো,
একমাথা চুল আর নেই।
তুমি কি সেই?
চলে গেলে পাশ থেকে কেমন সুবাস ছড়াতে,
মুহূর্ত স্তব্ধ হয়ে আবার  তাকাতে গিয়ে
দেখি কত দূরে গেছো চলে,
সে সুবাস পাই না তো আজ!
তুমি কি সেই!
নখের বিলাসে মন চুরি করে নিয়ে যেতে
বিনুনিতে বাঁধা পড়ে থাকি
এখন সেসব দিন যেন কল্পলতা।
তবে আজ এই বেশ কেন তব!
এই, তুমি কি সেই?
হাসির কল্লোলে ভেসে কহিল সে মৃদু স্বরে,
সেসময় গেছে বহু আগে।  
বাবার দুলারি ছিনু, শখের কাজলে আঁকা ছবি।
পিতার আদুরে মেয়ে এখন হয়েছে মা
হয়েছে ঘরণী কারো
কে রাখিবে আজ তারে বাঁধানো ছবির মত!
এই আছি বেশ
কখন স্বন্ধ্যা হয়,  কখন ভোর হয়,
সেই খোঁজ আজ কি আর লভি!
চলি হে,  এ শুধু আমি নই এমনই সব বঙ্গ ললনা।
চেয়ে র'নু তার পানে
জীবন এমনই হয়ত।
একমোর অন্যমোরে ধরা ছোঁয়া দায়।
অতি চেনা মাঝে মাঝে চেনা বড় দায়।