দু:খের উপর দু:খ নিয়ে এই আমাদের চলা।
দু:খ দিয়ে দু:খ পেয়ে মনের কথা বলা।
কিছুতেই ঠিক হবেনা সকল চাওয়া পাওয়া।
যতই যাচ্ছে গো দিন ততই কঠিন
দিনযাপনের এই মেলা।
দু:খের উপর দু:খ নিয়ে এই আমাদের চলা।
তোমরা যারা দূরে আছো আসবে নাকো কাছে।
তোমাদেরই পরছে মনে নিত্য সকাল সাঝে।
সুখের মাঝেও আছে সদাই দুখের আসন পাতা।
সুখ দু:খের জীবনটাতে দু:খ বিলাস ভরা।
যতই জানতে চাই আর কাটছে না তো
এই জীবন দুখের খেলা।
দু:খের উপর দু:খ নিয়ে এই আমাদের চলা।
তোমরা যারা দূরে বসেই দেখো দুখের খেলা
হৃদয় কাচের আয়না ভাঙা দু:খ লাগায় নেশা।
সব পেয়েও হয়নি পাওয়া যাদের আমার মত,
একটিবার দেখে যেও দু:খ কেমন মহারাজা
যতই ঘোচাতে চাই হয়না গো শেষ
সময় দুখের পালা।
দু:খের উপর দু:খ নিয়ে এই আমাদের চলা।