প্রভু তোমার উপর রইলো গো ভার,
দেখিও দেখিও
আমার সুখ দুঃখের সকল বোঝা,
আমার পাপ পুন্যের সকল বোঝা, দেখিও দেখিও।
তুমি জানো দয়াল আমার, নারী জনম কেমন বিতর্কিত।
দেখিও দেখিও।
ছিলো যারা সবার আপন, হইলো যারা সবার আপন
দুদিকেই কড়া বন্টন।
আমি হালের হালে চলছি বয়ে,
তাল ছুটলেও না মারিও, দেখিও দেখিও।
যেন একূল গড়ে ওকূল তোলে
ওকূল গড়ে সেকূল নড়ে,
মাঝখানেতে গঙ্গা সায়র।
আমি তোমার উপর নাও ছাড়িয়ে, বসে রইলাম
হাল ধরিও,  দেখিও দেখিও।
প্রভু তোমার উপর রইলো গো ভার,
দেখিও দেখিও