আমার বাগানের এধার ভরিয়া ওঠে ওধার শুকায়।
ওধার ভরিয়ে তুলিতে যবে সকল ভুলি
তখনি ডাক আসে যেতে হবে
এবার যে যেতে হবে।
পুরোপুরি সারিয়ে তোলা হয় নাকো আর।
সকল পরিয়ে রহে।
আমি ছুটে চলি, শুধু ছুটে চলি।
চলিতে চলিতে দুধারে যত পারি ভরে যেতে চাই
ফুলে ফলে।
এই আমার নারীত্ব।
জন্ম দিব জন্ম দিব বলে আমার জন্ম।
দুহাতে শুধু জল দিব, প্রেম দিব, দিব সুধা রাশি
সময় না হতেই পালাবো, খুঁজিও দিবস যামি।
আমার স্নেহ লাগি যদি তুমি না হলে বিবাগী!
তবে আমি নারী কিসে!
জেনো শুধু এই -
যে ভার তব স্নেহ না পেয়ে
সেই ভারে মরি আমি স্নেহ না দিয়ে।
একি ভার, একি সুর, একি প্রতীক্ষা
জানিনা হবে কি শেষ এই চাওয়া পাওয়া!
আমার বাগানের এধার ভরিয়া ওঠে ওধার শুকায়।
ওধার ভরিয়ে তুলিতে যবে সকল ভুলি
তখনি ডাক আসে যেতে হবে
এবার যে যেতে হবে।