চিন্তা হয় বৈকি সেই বালিকার জন্য।
চিন্তা তো হবারই কথা,
যার কেশাগ্র সোনালী হবার আগেই
ছেটে ফেলতে হয় চৌচির হবার ভয়ে।
তোমার রেশমি কেশ নিয়ে তুমি যুবতী হও
হে দেশ বালিকা।
তুমি পরিপক্ক হও।
আর চৌচির না হোক তোমার সোনালী কেশ।
তুমি যুবতী হও।
থাকো চিরযৌবনা হয়ে।