এ শহরে বৃষ্টি নামে।
রাস্তার আবর্জনা ধুয়ে নিয়ে যায়।
দুর্গন্ধ দূর হয় কিন্তু মানুষের দুঃখ -
ধুয়ে নিতে পারে না এ বৃষ্টি।
বৃষ্টিরা আসে আবার চলেও যায়।
ক্ষণিকের দীর্ঘশ্বাস ফেলা ভিখেরী
আবার চলতে শুরু করে।
একটা সময় ছিল, যখন -
অসহায় কাউকে দেখলে মানুষের মনে
বৃষ্টির মতই করুণা হতো। 
ঠগ বাটপারদের তাড়নায় এখন আর
মানুষের করুণা হয় না। 
এখন মানুষের হৃদয় গ্রীষ্মের খড়তাপে
শুষ্ক হয়ে গেছে।
এ শহরের বৃষ্টি সে শুষ্কতাকে সিক্ত করতে পারে না। 
এ শহরের বৃষ্টি সেই জোচ্চুরি ধুয়ে দিতে পারে না।
মানুষের হৃদয়ে আর বৃষ্টির মত করুণা নেই।
মানুষ এখন মরুগোলাপ এডেনিয়াম নিয়ে ব্যাস্ত।