দু-দন্ড বসিতে পাশে হলো না তো অবসর।
তবু চলিল শীত, পিছু ফিরি চাহিবে না সে।
বসন্ত আসিলো তবু উদ্ ভ্রান্ত পথিক।
এতো ফুল এতো পাখি, এতো গান!
একি! একি!
অনাদরে অবহেলায় ছুটিয়া ফাটিল চরণ
বসন্তের তরে তবে হেরি কেন এ
অনাহুত আবেগ!
হৃদয় যার কোনদিন আর্দ্র হয় নাই
কোনোদিন বসন্তের হলুদ ছোঁয়নি'কো যারে
তারে হেরি কেন ঝরে
সর্বনাশী এ বসন্তের পুষ্পঝরা!
কোন মানবীর যারে হেরি জাগিল না আশ
তারে হেরি ফুল কেন হতে চায় চরণের দাস।
হে বসন্ত! হে দখিন হাওয়া
আমি তব যোগ্য নই
তবে মোর তরে কেন ঝরে তব প্রেম সুধা!
আমি পথের পথিক।
দু-দন্ড থামিলেই রুষ্ট হবে প্রভু মোর।
ছুটিব দিবস যামি এই ভাগ্যলিপি।
তোমার সুধার লোলুপে মোহিলে পথ ভুলে যাব।
চলিলাম হে বন্ধু। চলিলাম
ফিরিবার ক্ষন যদি হয় ফিরিব ফিরিব
সাজায়ে রাখিও তব বসন্ত ডালা।