স্যাঁতস্যাঁতে এই গলিটা আর ভালো লাগছে না।
জীবনে হঠাৎ করে শ্যাওলা পড়ে গেলো।
শ্যাওলা ধরা স্যাঁতস্যাঁতে গলিটায়-
অন্ধকারে হাঁটতে গিয়ে পেটের নাড়িভুড়ি
পর্যন্ত গুলিয়ে ওঠে আজকাল।
যেন আমাজানের মত নিশ্ছিদ্র জঙ্গল।
কোথাও থেকে যে সূর্যরশ্মি আসতে পারে,
সেটা ভাববার মত যে মনটা ছিলো-
সেই মনটাও আজ আর নেই।
বাতাসে কোথাও আর সুগন্ধ নেই।  
রাস্তায় হাঁটতে গেলেই লালারস ঘন হয়ে ওঠে।  
আমি তলিয়ে যাচ্ছি অথচ আশেপাশে কেউ নেই আর।
আমার হাত পায়েরাও আর শুনছে না আমার কথা।
তারাও আমাকে ছেড়ে যেতে চাইছে।  
শুধু এই অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিটা -
আমায় আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে ।  
ঘরের মধ্যে টুক করে একটা আওয়াজ হলেও
বুকের মধ্যে ধড়াস করে ওঠে।  
ঘুম ভেঙে লাফিয়ে উঠে তাকাই চারিদিকে।
মনে হয় পুড়ে ঝলসে যাওয়া কিছু আমায় তাড়িয়ে বেড়ায়
তাড়িয়ে বেড়ায় দিনরাত।
কোন নক্ষত্রের ছায়াপথ আজ আর আমার জন্য খোলা নেই।  
আমার জন্য শুধু খোলা, এই অন্ধকার স্যাঁতস্যাঁতে দুর্ঘন্ধময় গলি।  
যেখানেই যাই, আমায় বারবার এ গলিতেই ফিরতে হয়।  
এই গলি, এই অতৃপ্ত শহর আমায় ছাড়বে না।