আমি আমার মত করে যতই তোমাকে চাই
তুমি তোমার মত করেই ধরা দেবে জানি।
আমি তোমার মত করে যতই কেননা হই
দিনশেষে আমি, আমিই রয়ে যাব এই জেনো।
ভাঙা গড়া তো চলতেই থাকে, চলবেও তাই
শুধু আমায় যেভাবে নিয়েছো তুমি,
সেটুকুই থাক, না করে যাচাই।
যোগ বিয়োগ গুণ ভাগ করে যেটুকু বাঁচিয়েছি
সেটুকুই তোমার, বাদবাকি হিসাব জানা নাই।
যখন আমি তোমার মধ্যে তোমায় খুঁজি,
তখনি সব ধোঁয়াসা, সব মিলিয়ে যেতে চায়
দূর নীলিমায়।
বিরহের ভূকম্পে নড়ে যায় আমার ব্রহ্মান্ড।
সব তছনছ হয়ে হারায় সমস্ত স্থিতিশীলতা।
যখন আমার মধ্যে তোমায় খুঁজি,
তন্নতন্ন করে ওল্টাই মনের পাতা, তখনই ঘটে বিষ্ময়।
অপূর্ব বিষ্ময়।
তখন তুমি আমার সর্বময় হয়ে ওঠো।
আমি আনন্দিত হই।
আনন্দে ঝলমল করে আমার ব্রহ্মান্ড।